Site icon Jamuna Television

ইউক্রেনকে আরও ২৭০ মিলিয়ন ডলার সাহায্যের ঘোষণা যুক্তরাষ্ট্রের

মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিরাপত্তা সহায়তা হিসেবে অতিরিক্ত ২৭০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা পাঠাবে বলে ঘোষণা দিয়েছে। ঘোষণাকৃত প্যাকেজে আরও মাঝারি পাল্লার রকেট সিস্টেম এবং কৌশলগত ড্রোন অন্তর্ভুক্ত থাকবে বলেও জানায় হোয়াইট হাউস। খবর আলজাজিরার।

শুক্রবার (২২ জুলাই) হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের সমন্বয়কারী জন কিরবি এ সামরিক সাহায্যের ঘোষণা দেন। এ ঘোষণার ফলে ইউক্রেনকে দেয়া মার্কিন সাহায্যের পরিমাণ ৮.২ বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছল।

জন কিরবি বলেন, নতুন সামরিক সহায়তা প্যাকেজটির মধ্যে ৪টি হাইমার্স ও ৫৮০টি ফিনিক্স ড্রোন অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া সর্বশেষ এ সহায়তার মধ্যে রয়েছে প্রায় ৩৬ হাজার রাউন্ড আর্টিলারি গোলাবারুদ এবং হাইমার্সের জন্য অতিরিক্ত গোলাবারুদ।

এ সময় ইউক্রেনের সরকার ও জনগণের প্রতি মার্কিন সহায়তা অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন এ মার্কিন কর্মকতা।

এটিএম/

Exit mobile version