Site icon Jamuna Television

আস্থা ভোটে হেরে স্পেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আস্থা ভোটে পরাজয়ের পর পদত্যাগের ঘোষণা দিলেন স্পেনের প্রধানমন্ত্রীর মারিয়ানো রাজয়। শুক্রবার বিরোধী দল সোশ্যালিস্ট পার্টির প্রস্তাবে পরিপ্রেক্ষিতে দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত হবে এই ভোট।

এদিন নূন্যতম ১৭৬ ভোটে জয় পান সোশ্যালিস্ট পার্টির প্রধান পেড্রো স্যানচেজ। এর আগে বিরোধী দলকে সমর্থনের ঘোষণা দেয় অপর রাজনৈতিক দল বাসিক ন্যাশনাল পার্টি। রাজয়ের দল মধ্য ডানপন্হি, পিপলস পার্টির বিরুদ্ধে দূর্নীতির অভিযোগে এই আস্থা ভোটের প্রস্তাব আনা হয়।

বিরোধী শিবিরের অভিযোগ, দুর্নীতিতে তার দলের সংশ্লিষ্ঠতা নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছেন মারিয়ানো রাজয়। অর্থ পাচার কেলেঙ্কারির অভিযোগে গেল পিপলস পার্টির সাবেক কোষাধ্যক্ষকে ৩৩ বছরের কারাদণ্ড দেয়া হয়।

Exit mobile version