Site icon Jamuna Television

কনটেন্ট ক্রিয়েটর পদে নিয়োগ দিচ্ছে যমুনা টেলিভিশন

ডিজিটাল প্ল্যাটফর্মে দক্ষ এবং ভিজ্যুয়াল কনটেন্ট তৈরীতে আগ্রহী এমন কিছু তরুণের সন্ধান করছে দেশের শীর্ষ গণমাধ্যম যমুনা টেলিভিশন। ট্রেন্ডিং বিষয়াবলী নিয়ে নিয়মিত খোঁজ রাখেন এবং অনলাইন মিডিয়া সম্পর্কে ধারণা আছে, এমন কেউ হতে পারেন টিম যমুনার নিউ মিডিয়া বিভাগের কর্মী। জানতে হবে ফেসবুক-ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া পরিচালনার রীতি। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে হতে হবে কৌতুহলী।

আবেদনের যোগ্যতা:
* ট্রেন্ডিং টপিক সম্পর্কে সচেতন থাকবে হবে
* অডিয়েন্সের আগ্রহের বিষয়ে ধারণা থাকতে হবে
* সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলো নিয়ে যথাযথ ধারণা থাকতে হবে
* স্ক্রিপ্ট রাইটিং, গল্প সাজানোয় মুন্সিয়ানা থাকতে হবে
* ভিডিও এডিটিং সম্পর্কে ন্যূনতম ধারণা থাকতে হবে
* উচ্চারণে শুদ্ধতা থাকতে হবে

শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি; সাংবাদিকতার শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।

পদসংখ্যা:
নির্ধারিত নয়।

চাকরির ধরন:
পূর্ণকালীন (শিফট অনুসারে নির্ধারিত)।

কর্মস্থল:
যমুনা টেলিভিশন ভবন, যমুনা ফিউচার পার্ক, কুড়িল, ঢাকা।

বেতন:
আলোচনা সাপেক্ষে

আবেদনের শেষ তারিখ
৩১ জুলাই, ২০২২।

যে পদের জন্য আবেদন করছেন, ইমেইলের সাবজেক্টে সেটি উল্লেখ করতে হবে।
আগ্রহীরা সিভি পাঠাতে পারবেন, এই ঠিকানায়: jobs@jamuna.tv।

Exit mobile version