Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সে আক্রান্ত হলো ২ শিশু

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মত মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে দুই শিশু। শুক্রবার (২২ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রোগ নিয়ন্ত্রণ এবং নিরাময় বিষয়ক সংস্থা, সিডিসি। খবর ওয়াশিংটন পোস্টের।

সিডিসি জানায়, আক্রান্ত শিশুদের একজন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। অপরজন মার্কিন নাগরিক নয়। তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। পরিবারের মাধ্যমে তারা সংক্রিত হয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। মাঙ্কিপক্সের সাধারণ লক্ষণ থাকলেও তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তারা।

শিশুদের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়ায় ৮ বছরের কম বয়সীদের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ৬০টি দেশে ১৪ হাজারে বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। এছাড়া ৫ জনের মৃত্যু হয়েছে আফ্রিকায়।

এটিএম/

Exit mobile version