Site icon Jamuna Television

ব্যবসায়ীদের কৃত্রিম সংকটের কারণে কিছু জিনিসের দাম বেড়েছে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ফাইল ছবি।

দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ; কোনো ধরনের হাহাকার নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বলেন, ব্যবসায়ীদের কৃত্রিম সংকটের কারণে কিছু কিছু জিনিসের দাম বেড়েছে। তবে তা নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।

শনিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) ‘বছরব্যাপী পুষ্টিকর ও উচ্চমূল্যের ফল উৎপাদন শীর্ষক’ এক সেমিনারে তিনি এসব কথা জানান।

আব্দুর রাজ্জাক বলেন, সারের মূল্য কমানো হয়েছে। গত অর্থবছরে সারের মূলহ্রাসে ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়া হয়। এ বছর এখন পর্যন্ত আট থেকে নয় হাজার কোটি টাকা ভর্তুকি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

কৃষিমন্ত্রী জানিয়েছেন, দেশে আগুন-ভাঙচুরের মাধ্যমে কোনো নির্বাচন হবে না। সরকার পতন হলে সেটি হবে নির্বাচনের মাধ্যমে।

/এমএন

Exit mobile version