Site icon Jamuna Television

আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১২ থেকে ১৬ দল

আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১২ দল থেকে ১৬ দল করা হয়েছে। নতুন চার দল স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।
২৮ রেটিং পয়েন্ট নিয়ে ১৩তম অবস্থান নিয়ে যাত্রা শুরু করলো স্কটল্যান্ড। ১ পয়েন্ট কম পাওয়ায় পরের অবস্থানে আছে সংযুক্ত আরব আমিরাত। ১৩ রেটিং পয়েন্ট পাওয়া নেপাল আছে ১৫ তম অবস্থানে। আর সবার শেষে থাকা নেপালের ঝুলিতে এখনো যোগ হয়নি কোন পয়েন্ট। গত বছর আইসিসি ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপ জিতে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছিলো ডাচরা। বাকী ৩ দলের ওয়ানডে স্ট্যাটাস বিশ্বকাপের বাছাই পর্বে নিজ নিজ অ্যাসোসিয়েট চ্যাম্পিয়ন হওয়ায়।

Exit mobile version