Site icon Jamuna Television

বাড়ি ফেরা হলো না কলেজছাত্রী জেবার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ফাতেহা জাহান জেবা নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন l দুপুর দেড়টার দিকে সীতাকুন্ড বায়েজিদ বোস্তামী লিংক রোডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী চট্টগ্রাম এনায়েত বাজার মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

চট্টগ্রামের সীতাকুন্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক তৌহিদুল ইসলাম বলেন, ওই কলেজছাত্রী বাবার মোটরসাইকেলের পেছনে বসে কলেজ থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বায়েজিদ লিংক রোডের ৩ নং ব্রিজের কাছাকাছি পৌঁছালে কাদা মাটিতে পিছলে মোটরসাইকেল থেকে দুইজন ছিটকে পড়েন। এ সময় ছিটকে পড়া জেবাকে পেছন থেকে দ্রুত গতির একটি গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে তার বাবার বড় ধরনের তেমন সমস্যা না হলেও হাতে সামান্য ব্যথা পেয়েছেন। এ সময় সড়কে তাকে মেয়ের জন্য আহাজারি করতে দেখা যায়। তাদের বাড়ি সীতাকুন্ড উপজেলার ফৌজদারহাট এলাকায়।

/এনএএস

Exit mobile version