Site icon Jamuna Television

হাত-পা টিপে দেয়ার কথা বলে শিশুকন্যার শরীরে হাত, বাবা গ্রেফতার

সুয়েব আহম্মদ খান রাজা ৩ সন্তানের জনক। ১১ বছর বয়সী বড় মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

স্টাফ করেসপন্ডেন্ট, ফেনী:

মায়ের অভিযোগের প্রেক্ষিতে ফেনীর সোনাগাজীতে ১১ বছরের এক শিশুকন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে তার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ জুলাই) বিকেলে নবাবপুর ইউনিয়নের মোবারকঘোণা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে তাকে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় ৩য় শ্রেণিতে পড়ে। তার বাবা সুয়েব আহম্মদ খান রাজা (৩২) ৩ সন্তানের জনক। বৃহস্পতিবার দুপুরে রাজা ১১ বছর বয়সী বড় মেয়ের হাত-পা টিপে দেয়ার কথা বলে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। এসময় শিশুটির মা কাছে ছিলেন না। পরে মেয়েটি সবকিছু তার মায়ের কাছে খুলে বলে। শনিবার বিষয়টি পুলিশকে জানানো হয়। অভিযোগ পেয়ে বিকেলে রাজাকে আটক করে তারা।

শিশুটির মা বলেন, রাজা গাঁজাসহ বিভিন্ন নেশাদ্রব্য সেবনের সাথে জড়িত। নিজের মেয়ের সাথে জঘণ্য এ আচরণের জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তিনি।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ দাইয়্যান বলেন, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌন নিপীড়নের মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার বাদী হয়েছেন শিশুটির মা।

/এডব্লিউ

Exit mobile version