Site icon Jamuna Television

টাঙ্গাই‌লের কালিহাতীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘ‌র্ষে দুই চালক নিহত, আহত ৭

দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দুটি দুমড়েমুচড়ে যায়।

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে যাত্রীবা‌হী বাস ও ট্রা‌কের মুখোমুখি সংঘ‌র্ষে দুই চালক নিহত হ‌য়ে‌ছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৭ জন। তাৎক্ষ‌ণিকভা‌বে হতাহ‌তদের প‌রিচয় পাওয়া যায়‌নি।

রোববার (২৪ জুলাই) ভোর সাড়ে ৬টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপ‌জেলার সল্লা এলাকায় এই ঘটনা ঘ‌টে। বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপ‌রিদর্শক (এসআই) জ্বিলকদ হো‌সেন জানান, ঢাকাগামী যাত্রীবা‌হী বাস হা‌নিফ প‌রিবহ‌নের সা‌থে বঙ্গবন্ধু সেতুগামী ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এ‌তে হা‌নিফ বা‌সের চালক ও ট্রাক চালক ঘটনাস্থ‌লেই মারা যায়। এছাড়াও আ‌রেও ৭ জ‌ন গুরুতর আহত হ‌য়ে‌ছে।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। লাশগুলো উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।

এসজেড/

Exit mobile version