Site icon Jamuna Television

সুন্দরবনে অপহৃত ১৮ জেলে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

মুক্তিপণের দাবিতে সুন্দরবনে অপহৃত ১৮ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার (১ জুন) দুপুরে দাকোপ থানার নলিয়ান পারার খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এদের উদ্ধার করা হয়। এসময় জেলেদের ব্যবহৃত ১০ টি বোট উদ্ধার এবং বনদস্যুদের একটি বোট জব্দ করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সহকারী গোয়েন্দা পরিচালক লেঃ আব্দুল্লাহ আল মারুফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জেলেদের স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ডে উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা পালিয়ে যায়। তাই কোন বন দস্যুকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া জেলেদের নাম জানাতে পারেনি কোস্টগার্ডের এ কর্মকর্তা।

Exit mobile version