Site icon Jamuna Television

সংলাপের নামে ষড়যন্ত্র করছে বিএনপি: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি।

নির্বাচন কমিশনের ডাকে সংলাপে না গিয়ে বিএনপি ও তার দোসররা নিজেদের মাঝে সংলাপের নামে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২৪ জুলাই) সকালে রাজধানীর উত্তরার দিয়া বাড়ীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের চাওয়া ও আবদারের শেষ নেই। দলটির নেতারা আসলেই কি চায় সে বিষয়ে তারা নিজেরাও নিশ্চিত নন।

বিএনপির শান্তিপূর্ণ যেকোনো কর্মসূচিকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে সমুচিত জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ।

/এমএন

Exit mobile version