Site icon Jamuna Television

আজও বন্দুকযুদ্ধে ২ জন নিহত

বন্দুকযুদ্ধ আর গোলাগুলিতে আজও ২ জন নিহত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী।

ভোরের দিকে, কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে সাদ্দাম হোসেন নামে একজন নিহত হয়। পুলিশের দাবি, সে মাদক ব্যবসায়ী; তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধে ৪ পুলিশ সদস্য আহত হয়েছে বলেও জানানো হয়। ঘটনাস্থল থেকে ফেনসিডিলসহ অস্ত্র উদ্ধারের দাবিও করে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, কক্সবাজারের চকরিয়ায় মাদক ব্যবসায়ীদের দু’পক্ষের গোলাগুলিতে শাহাজান নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধারের দাবি তাদের।

Exit mobile version