Site icon Jamuna Television

ক্ষতিপূরণ চেয়ে বাংলালিংক ও যমুনা ব্যাংককে সাকিবের লিগ্যাল নোটিশ

ছবি: সংগৃহীত

চুক্তির মেয়াদ শেষ হবার পরও বিজ্ঞাপনে ব্র্যান্ড ইমেজ ব্যবহার করায় বাংলালিংক ও যমুনা ব্যাংককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। নোটিশে ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়েছে ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা।

রোববার (২৪ জুলাই) সাকিব আল হাসানের পক্ষে এ লিগ্যাল নোটিশ পাঠান তার আইনজীবী ব্যারিস্টার আশরাফুল হাদী।

নোটিশে ৭ দিনের আলটিমেটাম দিয়ে বলা হয়েছে, এ সময়ের মধ্যে বাংলালিংক ও যমুনা ব্যাংকের এটিএম বুথসহ বিভিন্ন জায়গায় জাতীয় টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানের ছবি, ব্র্যান্ড, স্বাক্ষর সম্বলিত ছবি প্রত্যাহার করতে হবে। অন্যথায় আইনি পদক্ষেপ নেয়া হবে।

এতে আরও বলা হয়, সাকিব আল হাসানের ব্র্যান্ড ইমেজ নিজেদের ব্যবসায়িক কাজে সীমিত ব্যবহারের জন্য ২০১৪ সালের ২১ জানুয়ারি বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের সাথে চুক্তি হয়। শর্ত অনুযায়ী ২০১৬ সালের ২০ জানুয়ারি চুক্তির মেয়াদ শেষ হয়। কিন্তু এরপরও প্রতিষ্ঠানটি সাকিবের ছবি, ব্র্যান্ড, স্বাক্ষর সম্বলিত ছবি ব্যবহার করায় এ নোটিশ দেয়া হয়েছে।

আরও পড়ুন: ‘অধিনায়কত্ব অবশ্যই গর্বের ব্যাপার, তবে উত্তেজনার কিছু নেই’

/এম ই

Exit mobile version