Site icon Jamuna Television

কিয়েভের হয়ে যুদ্ধে নেমে নিহত ৪ বিদেশি যোদ্ধা

ইউক্রেনের দোনবাসে কিয়েভের হয়ে যুদ্ধে নেমে নিহত হয়েছেন ৪ বিদেশি যোদ্ধা। নিহত ৪ জনের মধ্যে দুজন মার্কিন, একজন কানাডিয়ান ও অপরজন সুইডিশ নাগরিক।

রোববার (২৪ জুলাই) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক সংবাদমাধ্যম পলিটিকো। প্রতিবেদনে বলা হয়, গেলো ১৮ জুলাই ট্যাঙ্কার থেকে টানা গুলিবর্ষণের সময় নিহত হয়েছেন এই বিদেশি সেনারা।

নিজেদের দুই নাগরিক নিহতদের তথ্য স্বীকার করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। তবে এ নিয়ে বিস্তারিত তথ্য জানায়নি তারা। তবে সুইডেন এবং কানাডার পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য আসেনি। জেলেনস্কি সরকার বলছে, অঞ্চলটিতে রুশ বাহিনীকে প্রতিরোধে বিশেষ অপারেশনে কাজ করছিল বিদেশি এই যোদ্ধারা।

/এডব্লিউ

Exit mobile version