Site icon Jamuna Television

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার তাগিদ সিপিডি’র

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার তাগিদ দিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি বলছে, প্রয়োজনে সুদের হার বাড়িয়ে টাকার যোগান নিয়ন্ত্রণ করতে হবে। বাস্তবায়ন করতে হবে, মুদ্রানীতি।

রোববার (২৪ জুলাই) সকালে সংস্থাটির নিজস্ব কার্যালয়ে ‘সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ: কতটা ঝুঁকিপূর্ণ?’ বিষয়ে আলোচনায় এ তাগিদ দেয়া হয়।

মূল প্রবন্ধে দরিদ্র পরিবারকে সহায়তা দেয়ার আহ্বান জানানো হয়। আগামী কয়েক মাস জ্বালানি তেল, বিদ্যুৎ, সার ও কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখার পরামর্শ দেয় সিপিডি। সংস্থাটি বলছে, অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।

ডলার সংকট নিরসনে সময় উপযোগী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। বলেন, রাজস্ব আহরণে গুরুত্ব দিতে হবে। বন্ধ করতে হবে কর ফাঁকি।

অর্থপাচার রোধে সমন্বিতভাবে কাজ করার তাগিদও উঠে আসে সভায়। বলা হয়, নির্বাচন এগিয়ে আসলে অর্থ পাচার বাড়ে। সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। সাবেক অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জা আজিজুল ইসলাম বলেন, ব্যাংকিং পরিস্থিতি ভালো না। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমছে।

/এমএন

Exit mobile version