Site icon Jamuna Television

ক্যালিফোর্নিয়ায় আশঙ্কাজনকভাবে ছড়াচ্ছে দাবানল

আশঙ্কাজনকভাবে দাবানল ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। আলজাজিরার খবর বলছে, উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি করেছে রাজ্য প্রশাসন।

শনিবার (২৩ জুলাই) ইয়োশিমিতে ন্যাশনাল পার্কে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে আগুন। বন বিভাগের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত পুড়ে গেছে কমপক্ষে ১২ হাজার একর বনভূমি। ধ্বংস হয়েছে কমপক্ষে ১০টি বাড়ি।

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই হাজারের বেশি বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। আবাসিক এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় প্রাণহানি এড়াতে ঝুকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে ৩ হাজার বাসিন্দাকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ শতাধিক কর্মী।

/এডব্লিউ

Exit mobile version