Site icon Jamuna Television

অবৈধভাবে নিবন্ধনকৃত সিম রোহিঙ্গাদের সরবরাহ, গ্রেফতার ৫

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার শহরের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে নিবন্ধনকৃত সিম বিক্রি চক্রের প্রধানসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে দুই শতাধিক অবৈধ সিম ও নিবন্ধনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

রোববার (২৪ জুলাই) দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান কক্সবাজার র‍্যাবের সিপিএসসি কমান্ডার এএসপি জামিলুল হক। আটককৃতরা হলেন- জয় বিশ্বাস (২৪), মো. জাহিদ (১৯), মো. ইলিয়াছ (২৭), মো. ফারুক (১৯) ও সুজন সাহা (৩০)।

সিপিএসসি কমান্ডার এএসপি জামিলুল হক বলেন, জয় বিশ্বাসের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের এনআইডি ব্যবহার করে অবৈধভাবে নিবন্ধনকৃত সিমগুলো রোহিঙ্গাদের হাতে তুলে দিতো চক্রের সদস্যরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ চক্রের ৫ জনকে গ্রেফতারের পর এমন তথ্য পেয়েছি।

তিনি আরও বলেন, চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

ইউএইচ/

Exit mobile version