Site icon Jamuna Television

শৃঙ্খলার বিষয়ে আপোস নয়: নৌ ও বিমানবাহিনীর পর্ষদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

শৃঙ্খলা একটি সুসংগঠিত বাহিনীর মেরুদণ্ড। তাই পদোন্নতির ক্ষেত্রে শৃঙ্খলার বিষয়ে কোনো প্রকার আপোস না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৪ জুলাই) সকালে বাংলাদেশ নৌ ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদের সভায় তিনি এই নির্দেশ দেন।

দুই বাহিনীর নিজ নিজ সদর দফতরে আয়োজিত এ সভায় গণভবন থেকেই ভার্চুয়ালি যোগ দেন সরকার প্রধান। বলেন, ফোর্সেস গোল বাস্তবায়নের মাধ্যমে সেনা, নৌ ও বিমানবাহিনীর পরিকল্পিত উন্নয়ন করছে বর্তমান সরকার। পুরুষ সদস্যদের পাশাপাশি জাতিসংঘ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা নৌবাহিনী ও বিমানবাহিনীর নারী শান্তিরক্ষীদের কাজের প্রশংসা করেন শেখ হাসিনা।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, যারা সামরিক জীবনে বিভিন্ন কাজে যোগ্য নেতৃত্ব দিতে সফল হয়েছে, পদোন্নতির ক্ষেত্রে তাদের বিবেচনায় আনতে হবে।

/এমএন

Exit mobile version