Site icon Jamuna Television

সৌদি আরবে মন্ত্রিসভায় ব্যাপক রদবদল

সৌদি আরবে ডিক্রি জারি করে মন্ত্রিসভায় ব্যাপক রদবদল আনলেন বাদশাহ সালমান। স্থানীয় সময় শনিবার ভোরে প্রকাশিত হয় এই ফরমান।

তাতে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়কে দুটি আলাদা আলাদা মন্ত্রণালয় ঘোষণা করেন বাদশাহ। পবিত্র নগরী মক্কা ও মদীনার দায়িত্ব এতোদিন এককভাবে ছিলো বাদশাহ’র হাত, যা এবার রাজপরিবারের কাছে ন্যস্ত হলো।

এছাড়া বিশেষ সংরক্ষিত এলাকার দেখাশোনায় একটি কাউন্সিল গঠিত হয়েছে। যার মূল দায়িত্বে যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

এদিকে মন্ত্রিসভার রদবদলে সংস্কৃতি মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন- প্রিন্স বদর বিন আবদুল্লাহ বিন ফারহান আল সৌদ। নতুন শ্রমমন্ত্রী বিখ্যাত ব্যবসায়ী পরিবারের সদস্য ইঞ্জিনিয়ার আহমেদ বিন সুলায়মান আল রাজি। এছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রী হয়েছেন শেখ আবদুল লতিফ আল শেখ। শুরা কাউন্সিলের ডেপুটি স্পিকার হলেন আবদুল্লাহ বিন সালিম আল মুতানি।

এছাড়াও মন্ত্রিসভা ও প্রশাসনিক প্রায় ২০টি পদে এসেছে পরিবর্তন।

Exit mobile version