Site icon Jamuna Television

অপহরণের চার মাস পর সাভার থেকে উদ্ধার কক্সবাজারের স্কুলছাত্রী, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট, সাভার:

অপহরণের প্রায় চার মাস পর সাভার থেকে এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ জুলাই) ভোররাতে সাভারের বাজার বাসস্ট্যান্ড থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় রুবায়েত হোসেন নিশান (২৫) নামে একজনকে গ্রেফতারও করা হয়েছে। আটককৃত যুবকের বাড়ি কক্সবাজারে।

পুলিশ জানায়, গত ২৯ মার্চ রুবায়েত হোসেন নিশান কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা থেকে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে সাভারে এসে আত্মগোপন করেন। পরে প্রযুক্তির সাহায্যে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায় পুলিশ। এসময় ওই ছাত্রীকে উদ্ধার করে অপহরণের মূল হোতা নিশানকে গ্রেফতার করে তারা।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, অপহরণের ঘটনায় চকরিয়ায় একটি মামলা হয়েছে। অপহৃত ছাত্রীর মা জাহানারা পারভীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে চকরিয়া থানা পুলিশ ভুক্তভোগী ও আসামিকে সাভার থানা থেকে নিয়ে যায়।

/এডব্লিউ

Exit mobile version