Site icon Jamuna Television

নড়াচড়া করলেই বদলে যাচ্ছে হামিংবার্ডের রং! (ভিডিও)

ছবি: সংগৃহীত

প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে কে না ভালবাসে। সেই রূপ যেমন ধরা পড়ে পাহাড়-পর্বত, গাছগাছালি, সমুদ্রের মধ্যে, আবার এমন অনেক পশুপাখি রয়েছে যাদের রূপ মনোমুগ্ধকর। তেমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে হামিংবার্ডের প্রতি সেকেন্ডে রং বদলানোর ছবি ধরা পড়েছে।

‘ওয়ান্ডার অব সায়েন্স’ নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে হামিংবার্ডের রং বদলানোর সেই ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, হামিংবার্ডটি যত বারই তার মাথা ঘোরাচ্ছে, প্রতি বারই রং বদলে যাচ্ছে।

ভিডিওতে যে পাখিটি দেখা যাচ্ছে, সেটি অন্না’স হামিংবার্ড নামে পরিচিত। এদের আকৃতি চার ইঞ্চি মতো হয়। উত্তর আমেরিকার পশ্চিম উপকূলীয় অঞ্চলে এদের দেখা যায়।

ইউএইচ/

Exit mobile version