Site icon Jamuna Television

দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টি করেছে আ. লীগ সরকার: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

আওয়ামী লীগ সরকার দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৪ জুলাই) রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আব্দুর রবের বাসায় রাজনৈতিক সংলাপ শেষে এ মন্তব্য করেন তিনি। বলেন, এই সরকার দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। জাতীয় ঐক্য সৃষ্টি করে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবো। রাষ্ট্রের আমূল পরিবর্তন করা হবে।

/এমএন

Exit mobile version