Site icon Jamuna Television

সংসদ সদস্যের বিচার না হলে উপজেলা চেয়ারম্যানদের পদত্যাগের হুমকি

উপজেলা চেয়ারম্যানকে সংসদ সদস্য লাঞ্ছিত করার ঘটনায় আইনগত ব্যবস্থা না নেয়া হলে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান একযোগে পদত্যাগের হুমকি দিয়েছেন।

রোববার (২৪ জুলাই) সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানায় বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন। তাতে জানানো হয়, সাংবিধানিক নির্দেশনা ব্যতীত অধিকার বঞ্চিত করা হলে প্রধানমন্ত্রীকে অবহিত করে তারা এই সিদ্ধান্ত কার্যকর করবেন।

সংগঠনটির নেতারা জানান, সংসদ সদস্যের শাস্তি দাবি করে আগামী ২ সেপ্টেম্বর স্পিকার বরাবর স্মারকলিপি দেয়া হবে। ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বরাবর আনুষ্ঠানিক আবেদন জানানো হবে। আর ১৫ সেপ্টেম্বর উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানদের নিয়ে ঢাকায় সমাবেশের ঘোষণা দেয়া হয়।

/এমএন

Exit mobile version