Site icon Jamuna Television

‘প্রতিবেশি দেশকে ভয় দেখাতেই দক্ষিণ চীন সাগরে ক্ষেপণাস্ত্র মোতায়েন’

প্রতিবেশি দেশ গুলোর ওপরে চাপ প্রয়োগ বা ভয় দেখাতেই দক্ষিণ চীন সাগরে ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে বেইজিং। শনিবার সিঙ্গাপুরে এক উচ্চ পর্যয়ের নিরাপত্তা বৈঠকে এ অভিযোগ করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস।

তিনি বলেন, দক্ষিণ সাগরে রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ইলেক্ট্রনিক জ্যামারসহ বিপুল পরিমাণ সামরিক সরঞ্জামাদি মোতায়েন করেছে চীন। এছাড়া কৃত্রিম দ্বীপ তৈরি ও অন্যান্য ব্যবস্থা গ্রহণ করেছে তারা। এতে নিরাপত্তা হুমকির মুখে পড়েছে প্রতিবেশি দেশ গুলো।

ম্যাটিস বলেন, বেইজিং এর সাথে সমঝোতা করতে প্রস্তুত ওয়াশিংটন। এছাড়া চীনের আমন্ত্রণে দ্রুতই বেইজিংয়ে সফরের কথাও জানান তিনি। তিনি বলেন, কোরীয় উপদ্বীপকে ‘সম্পূর্ণ, যাচাইযোগ্য ও অপরিবর্তনীয়’ পরমাণু অস্ত্রমুক্ত করতে চাপ অব্যহত রাখবে পেন্টাগন।

Exit mobile version