Site icon Jamuna Television

বিরামপুরে নৈশ কোচের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

ফাইল ছবি

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে নৈশ কোচ ধাক্কায় নজরুল ইসলাম (৪২) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার (২৪ জুলাই) সকালে বিরামপুর-দিনাজপুর মহাসড়কের দুর্গাপুর উচ্চবিদ্যালয়য়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম গ্রামীণ ব্যাংক বিরামপুরের দিওড় শাখার ব্যবস্থাপক হিসাবে কর্মরত ছিলেন।

বিরামপুর থানা পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা আসাদ পরিবহনের একটি নৈশ কোচ বিরামপুর সদর অতিক্রম করে ফুলবাড়ির দিকে যাচ্ছিল। বাসটি উপজেলার দুর্গাপুর উচ্চবিদ্যালয়ের কাছে এলে মহাসড়কের বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল আরোহী নজরুল ইসলামকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ

Exit mobile version