Site icon Jamuna Television

জাবি শিক্ষার্থীদের সাথে করোনাকালীন সাংবাদিকতার অভিজ্ঞতা বিনিময় করলেন নেপালি সাংবাদিক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের রিপোর্টিং কোর্সের অধীনে ‘করোনার সময়ে নেপালের ফটো সাংবাদিকদের অভিজ্ঞতা’ বিনিময় করেছেন ন্যাশনাল ফোরাম অব ফটোজার্নালিস্ট নেপাল’র (এনএফপিজে) চেয়ারপার্সন প্রদীপ রাজ অন্তা।

রোববার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪১৭ নং কক্ষে বেলা সাড়ে ১১টায় এটি অনুষ্ঠিত হয়।

প্রদীপ অন্তার তার বক্তব্যে তুলে ধরেন কীভাবে কঠিন সময়ে সংগ্রাম করতে হয়। চ্যালেঞ্জিং সময়ে সাহস রেখে সাংবাদিকদের কীভাবে কাজ করতে হয়।

করোনার সময়ে নেপালের ফটো সাংবাদিকদের কাজ নিয়ে প্রদীপ বলেন, করোনার সময়টা ফটো সাংবাদিকদের জন্য ছিল অত্যন্ত কষ্টকর। অনেক ঝুঁকি নিয়ে আমরা কাজ করেছি। প্রথমদিকে আমরা যখন ছবি তুলতে যেতাম তখন নিজেদেরও কোনো নিরাপত্তা ছিল না।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেছেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক সালমা আহমেদ। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়। এছাড়া নেপালের নানা ঐতিহাসিক ছবিও প্রদর্শন করা হয়।

জেডআই/

Exit mobile version