Site icon Jamuna Television

মালয়েশিয়ায় আয়রনম্যান প্রতিযোগিতায় বাংলাদেশের আরাফাত চতুর্থ

মালয়েশিয়ায় আয়রনম্যান প্রতিযোগিতায় বাংলাদেশের সামসুজ্জামান আরাফাত এইজ লেভেলে চতুর্থ হয়েছেন।

এই নিয়ে সপ্তমবারের মত আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নিয়েছেন আরাফাত। ১ দশমিক ৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং ও ২১ কিলোমাটার দৌড় রয়েছে এই প্রতিযোগিতায়।

এর আগে, টেকনাফ থেকে তেঁতুলিয়া এক হাজার কিলোমিটার দৌড়ে এবং বঙ্গোপসাগরে বাংলা চ্যানেল সাঁতারে আটবার সফল হয়ে দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করছেন সামসুজ্জামান আরাফাত।

আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে বিবর্ণ উইন্ডিজ কীভাবে লড়ছে ভারতের সাথে, জানালেন চাহাল

জেডআই/

Exit mobile version