
গাইবান্ধা প্রতিনিধি:
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সংসদীয় আসন গাইবান্ধা ৫ (সাঘাটা-ফুলছড়ি) শূন্য ঘোষণা করা হয়েছে। এ আসনের সংসদ সদস্য থাকা অবস্থায় তিনি মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।
রোববার (২৪ জুলাই) জাতীয় সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনা বলা হয়, কোনো সংসদীয় আসন শূন্য ঘোষিত হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের কথা সংবিধানে উল্লেখ রয়েছে।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টায় নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ৯ মাস ধরে চিকিৎসা নিচ্ছিলেন সেখানে।
১৯৪৬ সালের ১৫ এপ্রিল গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। তিনি গাইবান্ধা ৫ আসনে টানা সাতবারের সংসদ সদস্য ছিলেন। এছাড়া পরপর দুইবার জাতীয় সংসদের ডেপুটি স্পীকারের দায়িত্ব পালন করেন তিনি।
/এডব্লিউ
 
				
				
				
 
				
				
			


Leave a reply