Site icon Jamuna Television

মঞ্চে ফিরছেন জাস্টিন বিবার

ছবি: সংগৃহীত

সম্প্রতি এক বিরল রোগে আক্রান্ত ছিলেন বিখ্যাত কানাডিয়ান গায়ক জাস্টিন বিবার। ‘রামসে হান্ট সিনড্রোম’ নামক ওই রোগে আক্রান্ত হওয়ায় তিনি সব ধরনের স্টেজ শো বন্ধ রেখেছিলেন। স্বাস্থ্য সমস্যার কারণে উত্তর আমেরিকার বেশ কয়েকটি শো বাতিলও করা হয়েছিল। তবে এখন তিনি সুস্থ, এরইমধ্যে শুরু হয়েছে তার আসন্ন কনসার্টের প্রস্তুতি।

জানা গেছে, আগামী ৩১ জুলাই থেকে ওয়ার্ল্ডট্যুর শুরু করতে যাচ্ছেন বিবার। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় কনসার্টে ফিরছেন তিনি। ইতালির পর দক্ষিণ আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এশিয়া, অস্ট্রেলিয়া ও ইউরোপে তিনি শো করবেন।

এদিকে, আগামী ১৮ অক্টোবরে ভারতে বিবার একটি স্টেজ শো করবেন বলে জানা গেছে; এ কনসার্টের টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে চার হাজার রুপি। নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে হবে কনসার্টটি। এমন খবরে বেশ উত্তেজিত বিবারের ভারতীয় ভক্তরা। তারা অপেক্ষায় রয়েছেন প্রিয় শিল্পীর কনসার্টের।

/এসএইচ

Exit mobile version