Site icon Jamuna Television

জয়ের পথে জোলি

ছবি: সংগৃহীত

ফ্রান্সের আঙুরের বাগান নিয়ে আইনি লড়াই চলছে হলিউডের সাবেক দম্পতি ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির মধ্যে। এ লড়াইয়ে জয়ের পথে আছেন হলিউড সেনসেশন অ্যাঞ্জেলিনা জোলি।

২০১৪ সালে ওই বাগানেই বিয়ে করেছিলেন পিট ও জোলি। বাগানটিতে সাবেক ব্র্যাঞ্জেলিনা জুটির যৌথ মালিকানা ছিল। ২০০৮ সালে বাগানটি কিনেছিলেন জোলি ও পিট। ২০১৬ সালে বিচ্ছেদের পর জোলি ওই বাগানে নিজের অংশটুকু তৃতীয় পক্ষকে বিক্রি করে দেন। এরই জেরে আইনি লড়াইয়ে নামেন ব্র্যাড। তার দাবি, তৃতীয় পক্ষের কাছে বিক্রি করার আগে অংশীদারকে জানানোর কথা থাকলেও জোলি তা করেননি।

সম্প্রতি ক্যালিফোর্নিয়ার এক বিচারক পিট ও তার আইনজীবীকে বাগানের মালিকানা সংশ্লিষ্ট নথি দাখিলের নির্দেশ দিয়েছেন। জানা গেছে, বাগানের নথি আদালতে জমা দিতে অনিচ্ছুক পিট। এ পরিস্থিতিতে আদালতের নির্দেশকে জোলির জয় হিসেবেই দেখা হচ্ছে।

/এসএইচ

Exit mobile version