Site icon Jamuna Television

খেলার মাঠে ভারতীয় অভিনেতার আকস্মিক মৃত্যু

দীপেশ ভান (৪১)

ক্রিকেট খেলতে গিয়ে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মৃত্যুবরণ করেছেন ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা দীপেশ ভান (৪১)।

‘ভাবিজি ঘার পার হ্যায়’ নামক একটি হিন্দি ধারাবাহিকে মালখান চরিত্রে অভিনয় করে সবার নজর কেড়েছিলেন দীপেশ। এছাড়া  ‘তারাক মেহতা কা উলটা চাশমা’ নামের জনপ্রিয় কমেডি ধারাবাহিকে করা তার চরিত্রটি ছিল দারুণ জনপ্রিয়।

জানা যায়, ২৩ জুলাই দেরিতে শুটিং থাকায় নিজের বাড়ির পাশের একটি মাঠে ক্রিকেট খেলছিলেন দীপেশ ভান। খেলার সময়ই হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করেন। হঠাৎ করেই লুটিয়ে পড়েন মাটিতে। এরপরই তার নাক-মুখ থেকে রক্তক্ষরণ শুরু হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ততক্ষণে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।

/এসএইচ

Exit mobile version