Site icon Jamuna Television

পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতালে নেয়ার নির্দেশ হাইকোর্টের

অর্থ জালিয়াতি মামলায় গ্রেফতার পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ভুবনেশ্বরের এইমসে নেয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট।

সোমবার (২৫ জুলাই) ভোরেই তাকে নেয়া হবে এই চিকিৎসা বিজ্ঞান ইন্সস্টিটিউটে। সেখানে চিকিৎসকদের নিয়ে গঠিত হবে বিশেষজ্ঞ দল।

আদালতের নির্দেশনা অনুসারে সোমবার বিকেল ৩টার মধ্যে পার্থর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেবেন তারা। সেটির কপি যাবে তদন্তকারী গোয়েন্দা দল, এসএসকেএম হাসপাতাল এবং অভিযুক্তের আইনজীবীর কাছে। আর বিকেল ৪টায় কলকাতার নিম্ন আদালতে হবে শুনানি। যেখানে ভার্চুয়ালি হাজির করা হবে পার্থ চট্টোপাধ্যায়কে।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (ইডি) মনে করছে, অসুস্থতার অজুহাতে অভিযুক্তকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। কোর্টের সিদ্ধান্তকে তারা চ্যালেঞ্জ করেছেন। স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি দুর্নীতি মামলায় শনিবার তৃণমূল কংগ্রসের এ নেতাকে গ্রেফতার করা হয়। আটক করা হয় তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। তার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় ২১ কোটি রূপি, গহনা ও বিদেশি মুদ্রা।

/এমএন

Exit mobile version