Site icon Jamuna Television

বর্ণবাদের অভিযোগে স্কটল্যান্ডের পুরো ক্রিকেট বোর্ডের পদত্যাগ

প্রাতিষ্ঠানিক বর্ণবাদের অভিযোগে পদত্যাগ করেছে স্কটল্যান্ডের পুরো ক্রিকেট বোর্ড। তদন্ত প্রতিবেদন প্রকাশের আগেই পদত্যাগের ঘোষণা দেয় তারা।

গত বছর স্কটল্যান্ডের ক্রিকেট বোর্ডের বিপক্ষে বর্ণবাদের অভিযোগ তোলেন দেশটির হয়ে দুইশোর বেশি ম্যাচ খেলা মাজিদ হক। এমন অভিযোগে সমর্থন জানিয়েছিলেন তার সতীর্থ কাশিম শেখও। ঘটনার সত্যতা অনুসন্ধানে দেশটির জাতীয় ক্রীড়া সংস্থা একটি তদন্ত কমিশন গঠন করে। যেখানে প্রমাণিত হয় অভিযোগের সত্যতা। তবে প্রতিবেদন প্রকাশ হওয়ার আগেই টুইটারে এক পোস্টের মাধ্যমে নিজেদের পদত্যাগের ঘোষণা দেয় স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি।

/এমএন

Exit mobile version