Site icon Jamuna Television

নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসছে বিসিসিআই

ছবি: সংগৃহীত

বিদেশের মাটিতে লিগ খেলতে ক্রিকেটারদের অনুমতি দিচ্ছে ভারতের ক্রিকেট বোর্ড। ছাড়পত্র না দেয়ায় আইপিএল ছাড়া অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারতেন না তারা।

এই বিষয়ে দীর্ঘদিন ধরে ক্রিকেটারদের মাঝে ছিল চাপা ক্ষোভ। তবে বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয়তার কথা মাথায় রেখে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসছে বিসিসিআই। আগামী সেপ্টেম্বরে বোর্ড সভায় এ বিষয়ে চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার সম্ভবনা রয়েছে। দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি লিগ নিশ্চিতের পরই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসছে ভারত।

/এমএন

Exit mobile version