Site icon Jamuna Television

মিয়ানমারে গণতন্ত্রপন্থী ৪ নেতা-কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর

মিয়ানমারে গণতন্ত্রপন্থী ৪ নেতা-কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে জান্তা সরকার। গেল তিন দশকের মধ্যে মিয়ানমারে এটিই প্রথম সর্বোচ্চ শাস্তি কার্যকরের ঘটনা। খবর আল জাজিরার।

সোমবার (২৫ জুলাই) তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, সু চি’র দলের সাবেক এমপি ফিও জেয়া থাও, মানবাধিকারপন্হী লেখক ও কর্মী কো জিমি, লা মায়ো অং এবং অং থুরা জাওর।

তাদের বিরুদ্ধে নৃশংস এবং অমানবিক সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দেয়ার অভিযোগ এনে বলা হয়, জান্তা বাহিনীকে উৎখাতে সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা করে আসছিলেন ওই চারজন। গেল জানুয়ারিতে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়র করা হয়। এপরপর গেলো জুনে দেশটির আদালত সর্বোচ্চ সাজার রায় দেন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে, অভ্যুত্থানের পর থেকে নিরাপত্তা বাহিনীর হাতে ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

এটিএম/

Exit mobile version