Site icon Jamuna Television

ড. ইউনূসের মামলা বাতিলের রিট শুনানি ১১ আগস্ট

ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

শ্রম আইন লঙ্ঘনের ঘটনায় গ্রামীণ টেলিকমের চেয়ার‍ম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলা বাতিলের রিট শুনানির দিন ১১ আগস্ট ধার্য করেছেন হাইকোর্ট।

সোমবার (২৫ জুলাই) হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির দিন ধার্য করেন। এর আগে গত ২০ জুলাই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের পক্ষে এ বিষয়ে পক্ষভূক্ত হওয়ার জন্য আদালতে আবেদন করা হয়। পাশপাশি দুই মাসের মধ্যে রুল নিষ্পত্তি করা সংক্রান্ত আপিল বিভাগের আদেশও উপস্থাপন করা হয়। এরই ধারাবাহিকতায় আজ সেটি শুনানির জন্যে উঠে।

এর আগে, গত ১৩ জুন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম নিম্ন আদালতে ২ মাস স্থগিত থাকবে মর্মে আদেশ দেন আপিল বিভাগ। একইসঙ্গে এই সময়ের মধ্যে মামলাটি কেন বাতিল করা হবে না, এই মর্মে জারিকৃত রুল নিষ্পত্তিরও নির্দেশ দেয়া হয়।

/এমএন

Exit mobile version