Site icon Jamuna Television

শ্রীলঙ্কায় বিক্ষুব্ধদের এক দাবি, সরে দাঁড়াতে হবে রনিলকে

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা। সরকারবিরোধী আন্দোলনকারীদের ধরপাকড়েরও নিন্দা জানান তারা।

বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট পদ থেকে রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দাবি জানান। রোববার (২৪ জুলাই) রাতেও রাজধানী কলম্বোর রাজধানীতে জড়ো হন বিক্ষুব্ধ জনতা। আগে থেকেই কঠোর অবস্থানে ছিল নিরাপত্তা বাহিনী। সরকারি কার্যালয়ের সামনে ক্যাম্প করে অবস্থান কর্মসূচি পালনের চেষ্টা করে আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বিক্ষোভকারীদের এক দাবি, সরে দাঁড়াতে হবে রনিলকে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে গত ২১ জুলাই দায়িত্ব নেন ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। তবে রাজাপাকসে পরিবারের সমর্থনপুষ্ট হওয়ায় তাকে রাষ্ট্রনেতা হিসেবে মানতে নারাজ বিক্ষোভকারীরা।

/এডব্লিউ

Exit mobile version