Site icon Jamuna Television

ঝিনাইদহে ভুয়া চিকিৎসকের ২ বছরের কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে এক ভুয়া চিকিৎসককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে অনুমোদন না থাকায় হাসপাতালটি সিলগালা করা হয়।

সোমবার (২৫ জুলাই) দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী এ দণ্ডাদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলা সাধুহাটি বাজারে দীর্ঘদিন ধরে রাহেলা জেনারেল হাসপাতালটি অনুমোদন না নিয়ে মানুষের চিকিৎসা দিয়ে আসছিল হাসপাতালের মালিক সৌরভ হোসেন। নিজেকে এমবিবিএস চিকিৎসক দাবি করে সেবা দিচ্ছিল সৌরভ। বিষয়টি জানতে পেরে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী সেখানে অভিযান চালায়। অভিযানে সৌরভ ভুয়া চিকিৎসক প্রমাণিত হওয়ায় তাকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালতের বিচারক। সেই সাথে হাসপাতালটি সিলগালা করা হয়।

ইউএইচ/

Exit mobile version