Site icon Jamuna Television

ক্যাথলিক চার্চের স্কুলগুলোতে শিশু নির্যাতনের ঘটনায় ক্ষমা চাইতে কানাডায় পোপ ফ্রান্সিস

ক্যাথলিক চার্চ পরিচালিত আবাসিক স্কুলে আদিবাসী শিশুদের ওপর নির্যাতনের ঘটনায় ক্ষমা চাইতে কানাডায় গিয়েছেন পোপ ফ্রান্সিস। ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে সোমবার (২৫ জুলাই) কানাডায় পৌঁছেছেন পোপ।

ছয় দিনের সফরে কানাডার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পাশাপাশি অ্যালবার্টায় চার্চ পরিচালিত সাবেক একটি আবাসিক স্কুল পরিদর্শন করবেন পোপ। সেখানেই পোপ ক্ষমা প্রার্থনা করবেন দেশটির আদিবাসী জনগোষ্ঠীর কাছে।

উনিশ শতকের শেষের দিক থেকে কানাডার বিভিন্ন এলাকায় পরিচালিত হতো ক্যাথলিক চার্চ নিয়ন্ত্রিত স্কুল। যেগুলোর মূল লক্ষ্য ছিল কানাডার আদিবাসী শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে পশ্চিমা সংস্কৃতি এবং শিক্ষায় শিক্ষিত করা। এসব স্কুলে যৌন নির্যাতনসহ অমানবিক নিপীড়ন চালানোর প্রমাণ পাওয়া গেছে। এমনকি নির্যাতনের ফলে যেসব শিশুর মৃত্যু হতো তাদের গণকবর দেয়ারও বেশকিছু প্রমাণ পাওয়া গেছে।

গত বছরের মে মাসে এমনই একটি পরিত্যক্ত স্কুলে শিশুদের গণকবর শনাক্ত হওয়ার পর এ নিয়ে শুরু হয় তোলপাড়। এছাড়াও এখন পর্যন্ত কানাডার বিভিন্ন এলাকায় পরিত্যক্ত স্কুল প্রাঙ্গন থেকে ১৩শর বেশি গণকবর চিহ্নিত করা হয়েছে। ওই ঘটনার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে ভ্যাটিকান সিটি।

/এডব্লিউ

Exit mobile version