Site icon Jamuna Television

আসছে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’

ছবি: সংগৃহীত

আগামী বছরের ১৬ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারের বায়োপিক ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এই তারকা।

একটি মোশন পোস্টার আপলোড করে সাবেক এই স্পিডস্টার ক্যাপশনে লিখেছেন, সুন্দর যাত্রার সূচনা। আসছে আমার জীবনের গল্প, আমার আত্মজৈবনিক চলচ্চিত্র ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস: রানিং আগেইন্সট দ্য অডস’। যে ভ্রমণ কখনোই করেননি, সেখানে আপনাদের স্বাগতম।

https://twitter.com/shoaib100mph/status/1551259542205435904?s=20&t=EX4j5W3sjk88u0F1Ehtf_w

দাবি করা হয়েছে, এখানে এমন কিছু দেখানো হবে যা আগে কখনও কেউ দেখেনি। পোস্টের নিচে লেখা ‘কনট্রোভার্শিয়ালি ইয়োরস, শোয়েব আখতার’ থেকে অনুমান করা যায়, আবারও বেশ কিছু বিতর্ক আসতে যাচ্ছে সামনে।

পাকিস্তানি ক্রীড়া ব্যক্তিত্ব নিয়ে বিদেশে তৈরি হওয়া এটিই প্রথম বায়োপিক। শোয়েবের উপর নির্মিত এই বায়োপিকটি পরিচালনা করেছেন মুহাম্মাদ ফারাজ কায়সার। সেই সাথে এটির প্রযোজনা করেছেন কিউ ফ্লিম প্রোডাকশন।

আরও পড়ুন: পাকিস্তানকে টপকে টানা সিরিজ জয়ের রেকর্ড ভারতের

/এম ই

Exit mobile version