Site icon Jamuna Television

দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাবিপ্রবি শিক্ষার্থী নিহত

শাবিপ্রবি শিক্ষার্থী বুলবুল আহমেদ (২২) হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভরত শিক্ষার্থীরা।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বুলবুল আহমেদ (২২) এক ছাত্রকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার খবর জানার পর থেকেই হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গাজিকালুর টিলায় বুলবুলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে অন্য শিক্ষার্থীরা শাবি প্রশাসনকে খবর দেন। পরে বুলবুলের দেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে বুলবুলের বাড়ি নরসিংদী জেলায়। তিনি শাবি’র লোকপ্রশাসন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ জানান, সন্ধ্যা ৭ টার দিকে এক সহপাঠীসহ ক্যাম্পাসের টিলা এলাকায় ঘুরতে যান বুলবুল। সেই সহপাঠীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে, সেখানে ঘুরতে যাওয়ার পর তিন যুবক এসে বুলবুলকে ডেকে নিয়ে যায় তার কিছুক্ষণ পরই ধস্তাধস্তি শুরু হয় তাদের সাথে। তারপরই মাটিতে লুটিয়ে পড়ে বুলবুল।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ছিনতাই হিসেবেই ঘটনাটিকে দেখছেন তারা। দৃষ্কৃতিকারীদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।

/এসএইচ

Exit mobile version