Site icon Jamuna Television

ইলেকশন করাপশনে জড়িত হবে না নির্বাচন কমিশন: সিইসি

সংগৃহীত ছবি

নির্বাচন কমিশন ‘ইলেকশন করাপশন’-এ জড়িত হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (২৬ জুলাই) সকালে রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের সংলাপের ৮ম দিনে তিনি এ কথা জানান।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ২০১৮ সালের মতো নির্বাচন এবার হবে না। প্রতিশ্রুতির মূল্য অবশ্যই থাকবে। সকলের পরামর্শ নিয়ে ভোটের আয়োজন করতে চায় বলেও জানান তিনি।

এদিন সকালে নিরপেক্ষ সরকার ও লেভেল প্লেইং ফিল্ডের দাবি জানিয়েছে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ। ইভিএম ব্যবহার না করাসহ ১১ দফা দাবি জানায় দলটি।
/এমএন

Exit mobile version