Site icon Jamuna Television

পাকিস্তানের বিরুদ্ধে বড় লিডের পথে শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

গল টেস্টের তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট শুরু করেছে পাকিস্তান। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ ৮ উইকেটে ২২৫ রান। প্রথম টেস্টে পরাজয়ের পর গলে বড় লিডের পথে আছে শ্রীলঙ্কা।

এর আগে, দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাবর আজমের দল। লঙ্কান স্পিন বিষে নীল হয় দলটি। আর এর শুরু প্রথম টেস্ট জয়ের নায়ক আব্দুল্লাহ শফিকের বিদায়ে। রানের খাতা খোলার আগেই আসিথা ফার্নান্দোর শিকার হয়ে ফেরেন তিনি। প্রবাথ জয়াসুরিয়ার বলে বোল্ড হয়ে মাত্র ১৬ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক বাবর আজম। ইনিংস বড় করতে পারেননি ইমাম-রিজওয়ান-ফাওয়াদরা।

ছবি: সংগৃহীত

তবে একপ্রান্ত আগলে রাখেন আঘা সালমান। তবে ৬২ রান করে জয়াসুরিয়ার স্পিনে কাটা পড়েন তিনিও। আর তাতেই প্রতিরোধ ভাঙে সফরকারীদের। ইয়াসির শাহ এখন ব্যাট করছেন ২৫ রান নিয়ে। লঙ্কানদের হয়ে রমেশ মেন্ডিস ৩টি ও জয়াসুরিয়া নেন ২ উইকেট। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৭৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

আরও পড়ুন: আসছে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’

/এম ই

Exit mobile version