Site icon Jamuna Television

পঞ্চগড়ে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে পড়ে মজিবর রহমান (৮) ও হাবিবা (৬) নামে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। নিহত মজিবর ও হাবিবা শালবাহান ইউনিয়নের নামাগছ এলাকার আব্দুল হান্নানের সন্তান।

সোমবার (২৫ জুলাই) রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের নামাগছ এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, বাবা আব্দুল হান্নানের সাথে দুই ভাইবোন নামাগছ এলাকায় ইট নিয়ে আসছিল। একপর্যায়ে আব্দুল হান্নান মজিবর ও হাবিবাকে খালপাড়া পুকুরের পাড়ে রেখে পার্শ্ববর্তী নতুন বাজার এলাকায় যান। পরে তিনি বাড়ি ফিরে তাদের দেখতে না পেলে খোঁজাখুঁজি শুরু হয়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা ওই পুকুরের পানিতে নেমে তাদের ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিতে পড়ে একই সাথে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

এসজেড/

Exit mobile version