Site icon Jamuna Television

প্রথম মাসে পদ্মা সেতুতে ৭৬ কোটি টাকা টোল আদায়

পদ্মা সেতুর টোল প্লাজা।

প্রথম মাসে পদ্মা সেতুতে যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৭৬ কোটি ৯ লাখ ৮২ হাজার টাকা। এ সময় সেতুটি দিয়ে পার হয়েছে ৬ লাখ ১৬ হাজার ৬৫৩টি যানবাহন।

পরিসংখ্যান অনুযায়ী, পদ্মা সেতু দিয়ে প্রতিদিন যানবাহন চলেছে গড়ে ২১ হাজার। আর তাতে দিনে আয় হয়েছে গড়ে ২ কোটি ৫৩ লাখ টাকার বেশি।

এদিকে সেতু কর্তৃপক্ষ বলছেন, বছরের শেষ দিকে যানবাহন চলাচল এবং আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। দিন দিন সেতু দিয়ে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের চলাচল বাড়বে।

পদ্মা সেতু চালুর পর ২৬ জুন থেকে স্বাভাবিক যানবাহন চলাচল শুরু হয়। প্রথম দিনেই এ সেতু দিয়ে পার হয় ৫১ হাজার ৩১৬টি যানবাহন। প্রথম বছর পদ্মা সেতু থেকে ১ হাজার ৪৩০ কোটি টাকা আয়ের আশা করা হচ্ছে। বর্তমান হারে টোল আদায় হলে আয় দাঁড়াবে ৯০০ কোটি টাকার মতো।

উল্লেখ্য, গত ২৫ জুন বহুল প্রতিক্ষীত পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এমএন

Exit mobile version