Site icon Jamuna Television

এক যুগ পর নির্বাচনী প্রচারণায় মুখোর জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা

সীমানা জটিলতায় দীর্ঘ প্রায় ১২ বছর পর আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারণায় জমে উঠেছে পৌরসভা। মাইকিংয়ের পাশাপাশি নানাভাবে গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।

এলাকাকে মাদক-চোরাচালানমুক্ত ও ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ করবে এমন প্রার্থীকে ভোট দিতে চান সাধারণ ভোটাররা। স্থানীয়দের মতে, মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখার মধ্যে।

এ পৌরসভায় এবার ভোটার রয়েছেন ২১ হাজার ৯১ জন। মেয়র পদে ৬ জন, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৬ জন প্রার্থী।

এসজেড/

Exit mobile version