Site icon Jamuna Television

পাচারকৃত অর্থের সঠিক তথ্য দেয় না বিদেশি ব্যাংক: ড. মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেছেন, টাকা পাচার নিয়ে কথা হয়। কিন্তু তাদের কোনো তথ্য পাওয়া যায় না। বিদেশি ব্যাংকগুলো পাচারকৃত অর্থের বিষয়ে কোনো তথ্য দেয় না। কেন তথ্য দেয়া হয় না এ নিয়ে ব্যাংকগুলোকে জিজ্ঞেস করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে ‘আমাদের অর্থে আমাদের পদ্মা সেতু’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, অর্থ পাচার নিয়ে ঢালাওভাবে বিদেশিদের দেয়া দুর্নীতির কথা বললেই তা সঠিক হবে না। পদ্মা সেতু প্রকল্পে সেটি প্রমাণ হয়েছে।

একই অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ভবিষ্যতের সাহস ও প্রেরণার উৎস পদ্মা সেতু। নিজেদের অর্থে এই প্রকল্প বাস্তবায়ন বাংলাদেশকে আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ই নিজেদের অর্থে পদ্মা সেতু করার সাহস দিয়েছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের কারণে দেশীয় প্রকৌশলীদেরও দক্ষতা তৈরি হয়েছে।

/এমএন

Exit mobile version