Site icon Jamuna Television

জাজ মাল্টিমিডিয়ার সিইওকে হত্যার হুমকি

জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন।

চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এর প্রেক্ষিতে রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।

খোকন জিডিতে উল্লেখ করেন, সোহেল রানা নামের এক ব্যক্তি প্রায়ই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করেন। ২০১৭ সালে তার বিরুদ্ধে মামলাও হয়েছিল। পরবর্তী সময়ে তিনি একই ঘটনার কারণে ২০২২ সালে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। সম্প্রতি সোহেল রানা জামিনে বেরিয়ে তার নামে করা মামলা প্রত্যাহার করে নেয়ার কথা বলে। না হলে মেরে ফেলার হুমকি দেয়। শুধু তাই নয়, কয়েকদিন হলো কিছু অজ্ঞাতনামা লোক তাকে অনুসরণ করছে বলেও জানান তিনি।

এদিকে, সিনেমা নির্মাণে আবারও সরব হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। বর্তমানে ‘এমআর-নাইন’সহ বেশ কয়েকটি প্রযোজনার কাজ চলছে এই প্রতিষ্ঠানের।

/এসএইচ

Exit mobile version