Site icon Jamuna Television

উত্তর বারিধারার জালে সাইফ স্পোর্টিংয়ের ৭ গোল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে উত্তর বারিধারা ক্লাবকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। এই জয়ে ২১ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে সাইফ স্পোর্টিং ক্লাব।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে স্বাগতিক উত্তর বারিধারার বিপক্ষে একপেশে ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সাইফ। বিরতি থেকে ফিরে আরও বেশি আক্রমণাত্মক সাইফকে রুখতেই পারেনি বারিধারা। এই অর্ধে আরও ৫টি গোল করে সাইফ।

এদিকে দিনের অপর ম্যাচে শেখ জামাল ও স্বাধীনতা ক্রীড়া সংঘের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ২৬ মিনিটের মাথায় ইকবাল হোসেনের গোলে এগিয়ে যায় টেবিলের তলানিতে থাকা স্বাধীনতা ক্রীড়া সংঘ। ৪৯তম মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন জিল্লুর রহমান। তবে দুই গোলে পিছিয়ে থাকা শেখ জামাল ৭০ মিনিটে ব্যবধান কমায় ওতাবেগের গোলে।

অতিরিক্ত সময়ে সমতায় ফেরান নাইজেরিয়ান খেলোয়াড় চিজুকে। এই ড্র’র ফলে এক ম্যাচ বাকি থাকতেই প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপ লিগে নেমে গেছে স্বাধীনতা ক্রীড়া সংঘ।

জেডআই/

Exit mobile version