Site icon Jamuna Television

চট্টগ্রামে কনসার্টে প্রবেশের সময় পদদলিত হয়ে আহত ৩

কনসার্টে উপস্থিত সঙ্গীতপ্রেমিদের একাংশ।

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে কনসার্টে প্রবেশের সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে ৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেল ৫টার দিকে সিক্সবেজ কমিউনিকেশনের উদ্যোগে আয়োজিত ওই কনসার্টের প্রবেশমুখে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত তিন জনকে উদ্ধার করে। এর মধ্যে আরিফ নামে একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাকে হাসপাতালের ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, কনসার্টে ঢুকার সময় হুড়োহুড়ির মধ্যে পদদলিত হয় তিন জন। এদের মধ্যে একজনকে ফায়ার সার্ভিসের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

জানা গেছে, এ ঘটনার পর কিছুক্ষণ বন্ধ রাখা হয় কনসার্টের প্রবেশপথ। পরে নির্ধারিত সময়ে শুরু হয় কনসার্টটি। কনসার্টে জেমসের নগর বাউল ছাড়াও, শিরোনামহীন, অ্যাভোয়েড রাফা, আর্টসেল, অ্যাশেজ প্রভৃতি ব্যান্ডের পারফর্ম করার কথা রয়েছে।

/এসএইচ

Exit mobile version